দুর্গাপুর ফরিদপুর ব্লকে দেখা নেই বিরোধীদের, সন্ত্রাস নাকি লোকবলের অভাব?
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১২ এপ্রিলঃ
পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিভিন্ন এলাকায় দেখা নেই বিরোধীদের। ফাঁকা মাঠে দাপাচ্ছে শাসক দল। এই ব্লকের ছটি পঞ্চায়েত এলাকায় গত বিধানসভা ভোটে সমানে সমানে টক্কর হয়েছিল বিজেপি ও তৃণমূলের মধ্যে। যদিও শেষ হাসি হেসেছিল তৃণমূল কংগ্রেস। জিতে বিধায়ক হয়েছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। মাঝের এই সময়ে এলাকায় বদলে গেছে রাজনৈতিক সমীকরণ। বহু বিজেপি কর্মী সমর্থক দলে দলে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার লোকসভা ভোটের দিন এলাকায় বিজেপি সহ বিরোধীদের চোখে পড়েনি বিরোধীদের উপস্থিতি। সিংহভাগ বুথে নেই বিরোধী এজেন্ট। প্রায় ফাঁকা মাঠে দাপাচ্ছে শাসক দল। এই ব্লকের গোগলা অঞ্চলের বিধানসভায় গতবার সামান্য ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেস দলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান এলাকায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে । মানুষ ভোট দিচ্ছে উন্নয়নের পক্ষে। বিরোধী এজেন্ট না বসা প্রসঙ্গে তিনি বলেন বিরোধী এজেন্ট না বসার দায় আমাদের নয়। বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।