কনভয় নিয়ে ঘোরায় জিতেন্দ্র তেওয়ারিকে আটকালো পুলিশ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১২ এপ্রিলঃ
কনভয় সহ জিতেন তেওয়ারিকে আটকে দেওয়ায় উত্তেজনা ছড়াল এলাকায়। পুলিশের সাথে বাদানুবাদে জড়ান জিতেন বাবু।
মঙ্গলবার আসানসোল লোকসভা উপনির্বাচনের দিন কনভয় সহ ঘোরাঘুরি করায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের তিলাবনি এলাকায় কনভয় সহ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি-কে আটকায় পুলিশ। পুলিশের সাথে বাদানুবাদে জড়ান জিতেন বাবু। বারোটা নাগাদ জিতেনবাবু লাউদোহা আসেন। তিলাবনি জঙ্গলের কাছে তার গাড়ি আটকায় পুলিশ। পুলিশের অভিযোগ জিতেন বাবু নির্বাচনী বিধি ভঙ্গ একাধিক গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে না। যদিও অভিযোগ মানতে চাননি জিতেন বাবু। তিনি পাল্টা বলেন কয়েকজন কেন্দ্রীয় বাহিনী ছাড়া আমার সাথে কোন কনভয় নেই। দেখা গেছে জিতেন বাবু গাড়ির পেছনে একাধিক গাড়ি রয়েছে তার বেশিরভাগই সংবাদমাধ্যমের। এ প্রসঙ্গে জিতেন বাবু বলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আমি সাথে নিয়ে ঘুরছি না। তারা আমার পেছনে ঘুরলে সে দায় আমার নয়। পুলিশ আমাকে বলছে আমি এই এলাকার নই তাই আমাকে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করছে। কিন্তু এই এলাকার তৃণমূল বিধায়কও তো কনভয় নিয়ে ঘুরছেন। কোথায় পুলিশ তো তাঁকে আটকাচ্ছে না। আসলে পুলিশ পক্ষপাতিত্ব করছে। এরপরেই জিতেনবাবু এলাকা ছেড়ে চলে যান।