পড়ুয়াদের নিয়ে আসা রাজস্থানের বাসেই এবার ফেরানোর ব্যবস্থা ওই রাজ্যের শ্রমিকদের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২মেঃ
এবার রাজস্থানে ফেরার পালা এই রাজ্যের বিভিন্ন জেলায় লকডাউনের জেরে আটকে থাকা বহু পরিযায়ী শ্রমিক। ওই পরিযায়ী শ্রমিকদের আবেদনে সাড়া দিয়েই সরকার তাদের নিজের নিজের ঘরে ফেরার উদ্যোগ নেয় এই রাজ্যের সরকার। রাজস্থানের কোটায় আটকে থাকা এই রাজ্যের বিভিন্ন জেলার পড়ুয়ায়দের নিয়ে যে বাসগুলি গতকাল অর্থাৎ শুক্রবার এসে পৌঁছেছিল বিভিন্ন জেলাতে, সেই সব বাসগুলিতে করেই রাজস্থানের ওই শ্রমিকদের ফেরত পাথানোর বন্দোবস্ত করা হয়েছে।
আজ শনিবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাঁকসার বাঁশকোপায় এসে পৌঁছেছেন বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। এরকম ১৫২জন শ্রমিককে ৬টি বাসে করে এদিন তাদের রওনা করে দেওয়া হল রাজস্থানের উদ্দ্যেশ্যে। দুর্গাপুরের বামুনাড়ায় লকডাউনের জেরে আটকে ছিলেন রাজস্থানেরই এক বাসিন্দা সেখ ইলিয়াস নামে এক শ্রমিক যিনি গত ৫-৬ ধরে ওই এলাকায় একটি কারখানায় কর্মরত ছিলেন। আচমকা লকদাউনের কারনে দুর্গাপুরে আটকে ছিলেন। আজ নিজের বাড়ি ফেরার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ রাজ্য সরকারের কাছে বলে জানালেন। এরকমই অনেক ইলিয়াস যারা লকডাউনের কারনে রাজ্যের বিভিন্ন জেলায় আটকে রয়েছেন তাদের নিয়ে ইতিমধ্যেই বাসগুলি রওনা দিয়ে দিয়েছে বলে জানা গেছে। রাজ্য সরকার এবং প্রশাসনের এই উদ্যোগে খুশি পশ্চিমবঙ্গে আটকে থাকা রাজস্থানের বাসিন্দারা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এর পক্ষ থেকে সেই প্রস্তুতি চলছে।
অপরদিকে আসানসোলের বিভিন্ন জায়গা থেকে মোট ২৭ জন পরিযায়ী শ্রমিককেও বাসে করে রাজস্থানে পাঠানোর ব্যবস্থা করা হয়। এদিন আসানসোলের একটি বেসরকারী পান্থশালার সামনে থেকে এই ২৭ জন শ্রমিকদের সেই সমস্ত বাসে বসিয়ে দেওয়া হয়, যে বাসগুলি গতকাল রাজস্থানের কোটা থেকে পড়ুয়ায়দের নিয়ে আসানসোলে এসে পৌঁছেছিল। জেলা প্রশাসনের মাধ্যমে যখন রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি জানতে পারেন যে রাজস্থান থেকে আগত বাসগুলিতে করে এই রাজ্যে আটকে পড়া রাজস্থানেরই কোটা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করছে তখন তিনি ১০জন পরিযায়ী শ্রমিকের একটি তালিকা প্রশাসনের দিলে তাঁরা সেই তালিকা যাচাই করে তারপর তাদের ওই বাসে করে তাদের রাজস্থানে যাওয়ার সুযোগ করে দেন। এখন তাঁরা অনিশ্চিত অবস্থা থেকে নিজেদের ঘরে ফেরার আনন্দে রীতিমতো আত্মহারা।