লকডাউনে খনি অঞ্চলে গৃহশিক্ষকদের আর্থিক সহায়তা দিলেন বিধায়ক
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪মেঃ
করোনা মোকাবিলায় রাজ্যে চলছে লকডাউন আর এই লকডাউনের জেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন সমাজের নানা স্তরের মানুষজন। বন্ধ হয়েছে অনেকেরই রুজি রোজগার। সামাজিক দুরত্বের কারনে বন্ধ রয়েছে গৃহশিক্ষকতা, আর সেই কারনেই আর্থিক সংকটের মুখে গৃহশিক্ষকেররা। তাদের কথা চিন্তা করে এবার গৃহশিক্ষকদের সাহাযার্থে এগিয়ে এলেন পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী। আজ সোমবার হরিপুর কোলিয়ারির শ্রমিক সংগঠনের অফিসে এলাকার ২০৩ জন গৃহশিক্ষককে আর্থিক সহায়তা দেন তিনি।
করোনা সংক্রমণ এড়াতে দেশজুড়ে চলছে লকডাউন । নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া বন্ধ রয়েছে দোকান, বাজার ,হাট ,শিল্প-কলকারখানা । এমনকি সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে বন্ধ রয়েছে প্রাইভেট টিউশন। তাই অন্যান্যদের মত আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন গৃহশিক্ষকরাও। তাদের পাশে তাই দাঁড়াতে দেখা গেল বিধায়ককে। শিক্ষকদের পক্ষে মহেশ মন্ডল জানান “লক ডাউনের কারণে বন্ধ রয়েছে প্রাইভেট টিউশন পড়ানো। যেহেতু টিউশন পড়ানোই তাদের একমাত্র জীবিকা, তা বন্ধ থাকায় আর্থিক সমস্যা দেখা দিয়েছে শিক্ষকদের পরিবারগুলিতে। তাই মাননীয় বিধায়ক এর কাছে আমরা আবেদন জানিয়ে ছিলাম সাহায্যের। তিনি সাড়া দেওয়ায় আমরা তার কাছে কৃতজ্ঞ।”