ফের ধস, বসে গেল কুয়ো, অল্পের জন্য প্রাণ রক্ষা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১ মেঃ
ফের খনি এলাকায় ধস, ধসে বসে গেল একটা আস্ত কুয়ো। রবিবার ঘটনাটি ঘটেছে অন্ডালের খান্দরা পঞ্চায়েতের সিদুলি এলাকার দিঘির বাগান মাঝিপাড়ায়।
স্থানীয়দের অভিযোগ গ্রীষ্মের দাবদাহের কারণে কুয়োর জল শুকিয়ে গিয়েছিল রবিবার ইসিএলের তরফ থেকে কুয়োতে জল ভর্তি করা মাত্রই বসে যায় কুয়োটি। মেহেনা বিবি নামে এক স্থানীয় মহিলা জানান, বারবার পঞ্চায়ত কে বলার পরও তাদের এলাকায় জলের ব্যবস্থা হয়নি বসেনি সরকারি প্রকল্পের কল। স্থানীয়রা জানান যে সময় কুয়োয় ধস দেখা দেয় ঠিক সেই সময় তার ছেলে কুয়োয় স্নান করছিল। সৌভাগ্যবশত ধস হওয়া মাত্রই ছেলেকে সেই স্থান থেকে টেনে নিয়ে আসেন তার মা। ফলে একটুর জন্য প্রাণে বেঁচে যায় ছেলেটি। শেখ হাসমত নামে অন্য এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, এই কুয়োর ওপর নির্ভরশীল এলাকার প্রায় এক’শটি। এই কুয়োর জলই ভরসা এলাকাবাসীদের। হঠাৎ ধসের কারণে কুয়ো বসে যাওয়ায় চরম সংকটে পড়েছেন স্থানীয়রা। অন্যদিকে খান্দরা পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারীর সাথে সংবাদমাধ্যমের লোকেরা যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি। ধসের ব্যাপারে প্রধানের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।