বাংলায় সন্ত্রাসের অভিযোগ তুলে দুর্গাপুরে অকাল তর্পণ বিধায়কের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৭ মেঃ
বাংলার সন্ত্রাস, ধর্ষণ সহ হত্যালীলার প্রতিবাদে শনিবার অকাল তর্পণ করলেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই। এদিন দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক লক্ষণ ঘোড়ুই দুর্গাপুর ব্যারেজের বিসর্জন ঘাটে অকাল তর্পণ করেন। সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া কর্মীদের আত্মার শান্তি কামনা করেই চলে তর্পণ। পাশাপাশি পশ্চিম বাংলায় শান্তি ফেরার কামনা করেন বিধায়ক। তিনি বলেন, গোটা বাংলা জুড়ে যে সন্ত্রাস চলছে যে ধর্ষণ চলছে যে হত্যালীলা চলছে তার প্রতিবাদে ও খুন হওয়া দলের কর্মীদের আত্মার শান্তি কামনায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। দুর্গাপুরের সমস্ত নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন। এখনও পর্যন্ত বাংলায় ১০৬ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। তাঁদের উদ্দেশ্য
তর্পণ করে আজকে দুর্গাপুরের মৃত কমীদের পরিবারকে কিছু সাহায্য তুলে দেওয়া হবে। এবং রাজ্য শান্তির ফেরার কামনা করা হবে।