সরকারী নিষেধাজ্ঞা উঠতেই দুর্গাপুরে মদের দোকানের সামনে লম্বা লাইন
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪মেঃ
দীর্ঘ লকডাউনে অত্যাবশ্যকীয় দ্রব্যের বাইরে সমস্ত রকমের জিনিসপত্রের কেনা বেচা বন্ধ ছিল যার মধ্যে ছিল মদ বিক্রিও। অবশেষে ত্ররীয় দফার লকডাউন পর্বে আজ থেকে সরকারী নির্দেশে সারা রাজ্যে খুলে দেওয়া হল মদ বিক্রির দোকান গুলো। আর সরকারের এই নির্দেশের পরেই সর্বত্র দেখা গেল মদের দোকানের সামনে লম্বা লাইন। ব্যাতিক্রম নয় শিল্পাঞ্চল দুর্গাপুর। পুলিশী নজরদারিতে এই শহরের বিভিন্ন জায়গায় মদের দোকানের সামনে দেখা গেল গ্রাহকদের লাইন। তবে অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রেখেই এই লাইনে মদ সংগ্রহের জন্য গ্রাহকদের লাইন দিতে দেখা গেল।
যেদিন থেকে রাজ্য সহ সারা দেশে লকডাউন শুরু হয় তবে থেকেই মদ বিক্রির উপর সরকারী নিষেধাজ্ঞা ছিল আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী লুকিয়ে চরা দামে মদ বিক্রি করছিল বলে অভিযোগ, আর সেই খবরও পৌঁছয় সরকারের কানে। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে রাজ্যে শর্তসাপেক্ষে খুলে দেওয়া হল মদের দোকানগুলি।
এদিকে দোকান খোলার খবর চাউড় হতেই দোকান খোলার আগেই দুর্গাপুরের সিটি সেন্টার, মুচিপাড়া, লিংক পার্ক, ফুলঝোড় সহ শহরের বিভিন্ন জায়গায় সরকারী অনুমোদনপ্রাপ্ত দেশি ও বিলাতী মদের দোকানের সামনে গ্রাহকদের লম্বা লাইন পড়ে যেতে দেখা যায়। এর ফলে প্রশাসনের মাথা থেকে একটি চিন্তার বোঝা কমল বলে মনে করছেন শহরের একাংশ বাসিন্দা।