অন্য নজির! সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচীতে “ফল বিক্রেতা”কে সম্বর্ধনা
আমার কথা, পূর্ব বর্ধমান(বর্ধমান), ১১ মেঃ
পূর্ব বর্ধমান জেলা জুড়ে পালিত হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ 2016 সাল থেকে এই কর্মসূচি শুরু হয় তারপর থেকে গোটা পশ্চিমবাংলায় সেভ ড্রাইভ সেভ লাইফ বার্তা তুলে ধরা হয় সাধারণ মানুষের মধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তবে এবারে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে এক অন্যরকম নজির দেখা গেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ উদ্যোগে গোলাপবাগ ট্রাফিক পুলিশের সহযোগিতায় এক ফল বিক্রেতা যার নাম শক্তি সাহা তাকে অতিথি হিসেবে আমন্ত্রণ করে সম্বর্ধনা দেয়া হয়। কারন হিসেবে জানা যায় তিনি ফল বিক্রি করতে করতে পথচলতি মানুষদের সচেতনতা বার্তা যেমন তুলে ধরেন তার পাশাপাশি বিভিন্ন জায়গায় সেভ ড্রাইভ সেফ লাইফ পোস্টার দেয়ালে দেয়ালে চিটিয়ে বেড়ান বিভিন্ন জায়গায। পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক ডিএসপি হেডকোয়ার্টার অতনু ব্যানার্জীর হাত দিয়ে বিশেষভাবে সম্মানিত করা হলো ফল বিক্রেতা শক্তি সাহা ফল বিক্রেতা কে, আর এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এক গাড়ি চালক বিশ্বজিৎ পাল