লকডাউনে পায়ে হেঁটে বাড়ি ফিরতে চাওয়া ৮ জন ক্লান্ত কৃষকের পাশে দাঁড়ালেন পানাগড়ের ব্যবসায়ী
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪মেঃ
কর্মসূত্রে একদিকে যেমন এই রাজ্যের বহু শ্রমিককে ভিন রাজ্যে যেতে দেখা যায়, তেমনই কাজের তাগিদে বহু ভিন রাজ্যের শ্রমিককে এই রাজ্যেও আসতে দেখা যায়। এরকমই একদল কৃষক কাজের জন্য পাঞ্জাব থেকে এই রাজ্যে এসেছিলেন ধান, গম, সরিষা কাটার যন্ত্র চালানোর জন্য। কিন্তু করোনা ভাইরাসের কারনে রাজ্যে আচমকা লকডাউন ঘোষণা হয়ে যাওয়ার কারনে তাদের মধ্যে অনেকেই আটকে পড়েন এখানে। এরকমই ৮জন পাঞ্জাবের বাসিন্দা কৃষ্ণনগরে আটকে পড়েন। চেয়েও ফিরতে পারছিলেন না নিজের রাজ্যে। শেষে তাঁরা পায়ে হেঁটেই বাড়ি ফিরবেন মনস্থির করেন। যেমন ভাবা তেমন কাজ। কৃষ্ণনগর থেকে ওই ৮ জন পাঞ্জাবী কৃষক পাঞ্জাবের উদ্দ্যেশ্যে হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে তাঁরা অবসন্ন ক্লান্ত শরীরে এসে পৌঁছোন পানাগড়ে। এখানে শিখ সম্প্রদায়ের এক ব্যবসায়ী পানাগড়বাসীর চোখে পরে যান ওই ৮জন শ্রমিকের অবস্থা। মূহুর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ওই ব্যবসায়ী নিজের ব্যবসার স্থানে রেখে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। পাশাপাশি ওই শিখ কৃষকেরা ষুষ্ঠুভাবে নিজেদের বাড়ি ফেরার জন্য এই রাজ্যের সরকারের আর্জিও জানান।