মাঝ পথে থেমে গেল খড়গপুর-গোমো প্যাসেঞ্জার, আতঙ্কিত যাত্রীরা কি কারনে?
আমার কথা, বাঁকুড়া, ২১মেঃ
ট্রেনের তারের উপর গাছের ডাল পড়ে বিপর্যয়ের ঘটনায় আতঙ্ক ছড়ালো ট্রেনযাত্রীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পায়রাডোবা স্টেশনের আগে।
জানা গিয়েছে, ডাউন খড়গপুর গোমো প্যাসেঞ্জার ট্রেনটি বিকেলে ৪.২০ নাগাদ যখন বাঁকুড়ার পায়রাডাঙ্গা স্টেশনে ঢুকতে যাবে ঠিক তার আগে হঠাৎই ট্রেনটি দাঁড়িয়ে যায়।
ওই ট্রেনেরই এক যাত্রী প্রশান্ত রায় জানান যে, “পায়রাডাঙ্গা স্টেশনে ঢোকার আগে ট্রেনটা হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামতে শুরু করে দেয়। বিষয়টা কি বোঝার জন্য আমি ট্রেন থেকে নেমে দেখি ট্রেনের তারে গাছের ডাল ভেঙ্গে পড়েছে। থেকে শর্টসার্কিট হচ্ছে, যা দেখে যাত্রীদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কিছু সময় পরে বাঁকুড়া থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হয়। ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে বাঁকুড়া স্টেশনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।