দুর্গাপুরে পরকীয়ার পথে বাধা প্রেমিকার স্বামী, খুনের চেষ্টার দায়ে গ্রেফতার প্রেমিক

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২মেঃ
পরকিয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন প্রেমিকার স্বামী তাই সেই বাধাকে সরাতে প্রেমিকার সাথে ষড়যন্ত্র করে খুনের চেষ্টা। যদিও তাতে সফল হতে পারেনি প্রেমিক। ধরা পরে ঠাঁই হল শ্রীঘরে। ঘটনাটি দুর্গাপুরের স্টিল টাউনশিপের এজোনের হর্ষবর্ধন রোডের ঘটনা। ওই এলাকার বাসিন্দা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী প্রশান্ত কীর্তনীয়ার স্ত্রী দেবশ্রী কীর্তনীয়ার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ আসানসোলের বাসিন্দা সৌরভ রায়। চলতি মাসের ১৫ তারিখে প্রেমিকের সাথে নিজের স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেন প্রশান্তবাবু। এরপরেই প্রশান্তবাবুকে নিজের বাড়িতেই প্রথমে মারধর ও পরে গলার ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা করে সৌরভ ও দেবশ্রী বলে অভিযোগ। যদিও প্রশান্তবাবুর চিৎকারে প্রতিবেশীরা টের পেয়ে যান আর কোনো মতে প্রাণে বেঁচে যান প্রশান্তবাবু। তাঁকে অসুস্থ অবস্থায় দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। থানায় অভিযোগ দায়েরের পর তদন্তে নামে পুলিশ। আসানসোল থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত সৌরভ রায়কে। আজ রবিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।