শক্তিগড়ে ল্যাংচার দোকানে ঢুকে পড়ল তেলের ট্যাংকার
আমার কথা, পূর্ব বর্ধমান(শক্তিগড়), ২২মেঃ
রবিবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাস ট্যাঙ্কার ঢুকে পড়লো ল্যাংচার দোকানে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার আমড়া এলাকায়।
জানা গেছে রবিবার বিকালে দু নম্বর জাতীয় সড়ক ধরে কোলকাতা থেকে বর্ধমান আসার পথে একটি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাংচার দোকানে ঢুকে যায়।
দূর্ঘটনার সময় দোকানের বাইরে বসে ছিলেন দোকানের কর্মচারীরা। দ্রুত গতিতে ট্যাংকারটিকে দোকানের দিকে আসতে দেখে ছুটে পালায় দোকানের কর্মচারীরা।
নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি দোকানের শেডে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় দোকানের সামনের শেড। কেউ আহত না হলেও দোকান মালিক পারভেজ ইসলাম জানিয়েছেন দুর্ঘটনার আঁচ পেয়েই সবাই ছুটে পালিয়েছে বলেই সবাই প্রাণে বেঁচে গেছে। তবে দোকানের মিষ্টি ও অন্যান্য জিনিস নষ্ট হওয়ার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হলো তাকে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও শক্তিগড় থানার পুলিশ।
ট্যাংকারটিকে আটক করেছে পুলিশ।