“চোর ধরো জেল ভরো” স্লোগান তুলে দুর্গাপুরে বিক্ষোভ বিজেপির
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬মেঃ
“চোর ধরো জেল ভরো” এই শ্লোগান তুলে বৃহস্পতিবার দুর্গাপুর সিটি সেন্টার এ অফিস অফ দ্যা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অফ স্কুল এর দপ্তরের সামনে ফ্ল্যাগ ফেস্টুন এবং ব্যানার নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকেরা।
এদিন মিছিল করে এসে সিটি সেন্টার চত্বরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকেরা।
বিজেপি নেতা চন্দ্র শেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যজুড়ে প্রদেশ বিজেপির নির্দেশে চোর ধরো জেল ভরো কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেইমতো তারা দুর্গাপুরেও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন। তাদের মূল দাবি একটাই শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সাথে যুক্ত যারা রয়েছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। যার মধ্যে প্রধান অভিযুক্ত রয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই কারণে পার্থ চট্টোপাধ্যায়ের মুখোশ মুখে পড়ে প্রতীকি আসামি সাজিয়ে কোমরে দড়ি বাধা অবস্থায় বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকেরা।