একশ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র- দুর্গাপুরে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯মেঃ
পুরুলিয়া ও বাঁকুড়া সাফরের জন্য সন্ধ্যা ৬টা ১০ নাগাদ সড়ক পথে দুর্গাপুর পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি সার্কিট হাউসে পা রাখা মাত্র উপস্থিত সাংবাদিকদের ডেকে নেন। তিনি জানান আবহাওয়া খারাপ থাকার কারনে সড়ক পথে দুর্গাপুর আসেন। দুর্গাপুরকে কেন্দ্র করে এবার পুরুলিয়া ও বাঁকুড়া সফরে যাবেন। মুখ্যমন্ত্রী আসানসোল লোকসভা আসনটি শত্রুঘ্ন সিনহাকে জেতানোর জন্য আসানসোল ও দুর্গাপুরের বাসিন্দাদের শুভেচ্ছা জানান। এরপর কেন্দ্র সরকারকে একহাত নেন। তিনি জানান কেন্দ্র একশো দিনের কাজে গত বছরের ছিয়ানব্বই হাজার কোটি টাকা এখনো দেয় নি।এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণ হচ্ছে না, গ্রামীন সড়ক যোজনার টাকা এখনো পায়নি রাজ্য, বাংলা আবাস যোজনার লক্ষ মাত্রা এখনো স্থির করেনি কেন্দ্র। তিনি আরো বলেন এবছর ছ হাজার কোটি টাকা একশো দিনের কাজে বকেয়া রয়েছে। আগামী পাঁচ ও ছয় জুন রাজ্য জুড়ে ব্লক ও জেলায় “একশো দিন”-এর কাজের টাকার দাবিতে সর্ব স্তরের কর্মীদের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে নির্দেশ দেন। আগামী মাসে তিনি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা সফর করবেন ও দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করবেন বলেও আগাম জানিয়ে দেন।