পান্ডবেশ্বরে তৃণমূলের ব্লক সভানেত্রী হলেন রমা রুইদাস
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্দবেশ্বর), ২৯মেঃ
রবিবার বাঁকোলার “কলরব” কমিউনিটি হলে ঘোষণা করা হল মহিলা তৃণমূল কংগ্রেসের নয়া ব্লক কমিটির সদস্যদের নাম। নতুন কমিটিতে ব্লক সভানেত্রী-র দায়িত্ব দেওয়া হয়েছে রমা রুইদাসকে। সীমা ধীবর সহ আরও তিনজনকে করা হয়েছে ব্লক সহ-সভানেত্রী। জননী রুইদাস এবং দীপু পালকে করা হয়েছে কার্যকারী ব্লক সভানেত্রী। এছাড়াও ব্লকের ৬টি অঞ্চলের সভানেত্রীদের নাম এদিন ঘোষণা করা হয়। মূল কমিটিতে চার জন সহ সভানেত্রী, দুজন কার্যকরী সভানেত্রী ,একজন করে সাধারণ সম্পাদিকা এবং সম্পাদিকা রাখা হয়েছে। এই কমিটিতে পনেরো জন মহিলা নেত্রীর নাম ঘোষণা হয় এদিন। নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সহ ব্লক স্তরের নেতা নেত্রীরা।