সিবিআই জেরা অব্যহত, এবার ময়ূরেশ্বরের বিধায়ককে দুর্গাপুরে তলব
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬জুনঃ
বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভার তৃণমূল বিধায়ক
অভিজিৎ রায় সিবিআই এর তলবে দুর্গাপুর এনআইটি’র সিবিআইএর অস্থায়ী ক্যাম্পে আসেন সোমবার। ওই অস্থায়ী ক্যাম্পে সিবিআই আধিকারিকরা প্রায় আধঘন্টা জেরা করেন তাঁকে। ১০ টা ৪৫ নাগাদ তিনি ক্যাম্প থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি ২০২১ সালে বিধান সভার ভোট ফলাফলের দিন ২ রা মে কেন অনুব্রত মন্ডলের ফোনে ফোন করেছিলেন। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই। তাঁদের উত্তরের জবাব তিনি দেন। এছাড়াও ২ রা মে খুন হওয়া ইলামবাজার বিজেপি কর্মী গৌরব সরকার’কে চিনতেন কিনা তা নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
পাশাপাশি তিনি জানিয়েছেন, সিবিআই’কে সব রকম সহযোগিতা করবেন।