“খুনের ঘটনায় চিকিৎসকের নাম”? দুর্গাপুরে সিবিআই জেরায় পাল্টা প্রশ্ন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮জুনঃ
তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের চিকিৎসা করেছিলেন আর সেই সুবাদে তাদের মধ্যে ফোনে কথা হয়। সেই সুত্র ধরে এবার সিবিআইয়ের লিস্টে নাম উঠল চিকিৎসক অভিজিৎ চৌধুরীর। বুধবার দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাক পড়ে এই চিকিৎসকের। জেরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ বলেন তিনি পুলকিত, উচ্ছ্বসিত সিবিআইয়ের ডাক পেয়ে। কারন খুনের ঘটনায় একজন চিকিৎসকের নাম কি জড়াতে পারে তা ভেবেই তিনি বিস্মিত। তিনি আরো বলেন যে চিকিৎসার সুবাদে বিভিন্ন মানষজনের সাথে তাঁর কথা হয়। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক মানুষজনও পড়েন। সেরকমই এক রাজনৈতিক ব্যাক্তিত্বের সাথেও ফোনে কথা হয়েছিল আর সেই কল লিস্টের সুত্র ধরে তাঁকে এদিন দুর্গাপুরে ডাকা হয়।
এদিন দুপুর ১টা নাগাদ সিবিআই জেরা শেষে বেরিয়ে আসেন বিশিষ্ট এই চিকিৎসক ৷ তিনি জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সবরকম সহযোগিতা করবেন ৷ রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগের তদন্তে অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোন লিস্টে নাম দেখেই তলব করা হচ্ছে একের পর এক বিধায়ককে ৷ তালিকায় রয়েছে তৃণমূল নেতৃত্ব-সহ একাধিক ব্যবসায়ীও । এবার সেই তালিকাতেই যুক্ত হল অনুব্রতর চিকিৎসা করা অভিজিৎ চৌধুরীর নামও