ঝাড়গ্রাম জেলা পুলিশ কর্মীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন মোট ২১লক্ষ টাকার অনুদান
আমার কথা, ঝাড়গ্রাম, ৫মেঃ
রাজ্য সরকারের জরুরি ত্রাণ তহবিলে একদিনের বেতন দান করলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ কর্মীরা। জেলা পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর জানান, জেলার পুলিশ কর্মীরা একদিনের বেতন দান করায় মোট ২১ লক্ষ ১৬ হাজার ৭৮ টাকা রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে দান করা হয়েছে।
এদিন আনুষ্ঠানিক ভাবে জেলার পুলিশ কর্মীদের বেতনদানের তালিকা জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেন জেলার সশস্ত্র পুলিশের ইন্সপেক্টর রামপ্রবেশ সিং।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ড বাদে জেলার সমস্ত পুলিশ কর্মী একদিনের বেতন দান করেছেন।
করোনা মোকাবিলার জন্য এর আগে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মী ও আধিকারিকেরা রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে অর্থদান করেছেন। সাধারণ মানুষজনের পাশাপাশি, বিভিন্ন সংস্থা ও বিশিষ্টজনেরাও জেলাশাসকের মাধ্যমে কিংবা সরাসরি ব্যাঙ্কিং অনলাইনে রাজ্যের ত্রাণ তহবিলে আর্থির সাহায্য পাঠিয়েছেন। সেই তালিকায় এবার সংযোজিত হল ঝাড়গ্রাম জেলা পুলিশ কর্মীদের দানও।