অনুব্রতর দেহরক্ষীকে আসানসোলে সিবিআই আদালতে পেশ
admin
June 10, 2022
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১০জুনঃ
গরু পাচারকান্ডে অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই। শুক্রবার ধৃত সায়গল হোসেনকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর সায়গল হোসেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডলের দেহরক্ষী ছিলেন।বৃহস্পতিবার কোলকাতার নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করার পর সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। ধৃতকে এদিন আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়েছে।