সরকারী নিয়মের তোয়াক্কা না করে উখরা বাজারে কাপড়ের দোকানে ভিড় করে চলছে বিক্রিবাট্টা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৮মেঃ
৬মে উখরা বনিক সভা ও পুলিশ প্রশাসনের বৈঠকের পর বিভিন্ন দোকান খোলার অনুমতি দেওয়া হয় বাজার সমিতির ব্যবসায়ীদের। কিন্তু অবশ্যই তা শর্তসাপেক্ষে। কিন্তু সকাল থেকে সরকারী নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে উখরা বাজারে কেনাকাটার ধুম পরে যায় ক্রেতাদের মধ্যে। বিশেষতঃ ওই বাজারের কাপড়ের দোকানগুলি নিয়ে ওঠে অভিযোগ। কিছু কিছু দোকানে দেখা যায় সাত জনেরও বেশি ক্রেতা ভিড় জমিয়ে কেনাকাটায় মত্ত হয়ে উঠেছে আর তা ওই দোকানের বিক্রেতার অনুমতিতেই।
রাজ্যে করোনা মোকাবিলায় লকডাউন চললেও সাধারন মানুষের সমস্যার কথা ভেবে বেশ শর্ত সাপেক্ষে কিছু দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার। দিন দুয়েক ধরে সেই সমস্ত দোকান খুলে কেনা বেচার কাজ চলছে পুরো দমে। তবে এতদিন পর দোকান খোলা পেয়ে কেনাকাটার ধুম লেগে যায় ক্রেতাদের মধ্যে। সরকার থেকে করা নির্দেশ রয়েছে কোনো দোকানে পাঁচ জনের বেশী যেমন ক্রেতা এক সাথে ভিড় জমাতে না পারে তেমনই দোকানের বাইরে হোক কিংবা ভেতরে সামাজিক দুরত্ব অবশ্যই মেনে চলতে হবে আর তার ব্যাতিক্রম ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরেও সমস্ত নিয়মকে উলঙ্ঘন করেও চলছে কেনাকাটা।
এ বিষয়ে উখরা বনিক সভার সভাপতি সীতারাম বার্ণওয়াল বলেন যে, “আমরা উখরা বাজার সমিতির প্রতিটি ব্যবসায়ীকে জানিয়ে দিয়েছিলাম দোকান খোলার নিয়ম। সাথে আমাদের প্রতিনিধিরা বাজারে নজরদারিও চালাচ্ছে। তারপরেও নিয়ম ভাঙ্গার যে অভিযোগগুলো আমরা জানতে পেরেছি তা খতিয়ে দেখে আমরা তার যথাযথ ব্যবস্থা নেবো।”