“মুখ্যমন্ত্রীর সভায় লোক না নিয়ে গেলে ওয়ার্ডে কাজ হবে না” হুমকি কুলটির নেতার
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ২৪জুনঃ
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুলটি এলাকার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা বিমান আচার্য্যর হুমকি বার্তার ভিডিও ভাইরাল হওয়াতে চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোল শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুলটিতে দলীয় কর্মীদের নিয়ে, মমতা ব্যানার্জীর আসন্ন জনসভাকে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জীর উপস্থিতিতে বর্ষীয়ান নেতা বিমান আচার্যকে দলীয় কর্মীদের প্রচ্ছন্ন হুমকি দিতে দেখা যায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘আমার কথা’। ভিডিওতে বলতে দেখা যায়,
“কুলটির প্রত্যেক ওয়ার্ড থেকে দুটো বাস ভর্তি লোক নিয়ে গিয়ে কুলটি বিধানসভার ক্ষমতা দেখাতে হবে, এবং যে কাউন্সিলর বা নেতৃত্ব জনগণ যোগাড় করে উঠতে পারবে না সেসব ওয়ার্ডের কোন উন্নয়নের কাজ হবে না। বিমান আচার্য ও উজ্জ্বল চ্যাটার্জী এক হলে কোন নেতাকে ভয় পান না বলেও ভিডিওতে বলতে শোনা যায়।” বিমান আচার্যর এই ভিডিও মূহুর্তে ভাইরাল হয়ে যায়। পরে সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান তার বক্তব্য বিকৃতি করা হয়েছে তিনি মলয় ঘটক ও বিধান উপাধ্যায়ের বিরুদ্ধে কোন কটু মন্তব্য করেন নি, মলয় ঘটকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। মমতা ব্যানার্জীর জনসভায় লোক না নিয়ে গেলে ওয়ার্ডে কাজ না হবার হুমকির কথা তিনি অস্বীকার করেন।
অন্যদিকে বিজেপির জেলা সভাপতি দিলীপ দে কটাক্ষ করে জানান হুমকি দেওয়া তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। সবসময় বিজেপি কর্মীদের হুমকি দিতে দিতে এবার নিজের দলের কর্মীদের হুমকি দিচ্ছে। স্বাভাবিক, তবে এটা ওদের আভ্যন্তরিন ব্যাপার এইবিষয়ে মন্তব্য না করাই ভালো।
গোটা বিষয়টি নিয়ে আসানসোলের ডেপুটি মেয়র অভিজিত ঘটক বলেন, এ ধরনের কোন খবর আমার জানা নেই,তবে কোন বক্তব্য রাখার জন দলের মুখপাত্র নির্দিষ্ট করা আছে। যদি কেউ কিছু মন্তব্য করে থাকে সেটা তার নিজের বক্তব্য ।