সালানপুরে মোবাইলের দোকানে চুরি
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৩ জুলাইঃ
আসানসোলের সালানপুর থানার দেন্দুয়া বাজারে একটি মোবাইল দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
দোকান মালিক কৌশিক মন্ডল জানান আজ সকালে খুলতে এসে চুরির ঘটনা জানতে পারেন।৷ তিনি দেখেন দোকানের পেছনের দেওয়ালের সিঁদ কাটা আর দোকানের ভেতরে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে রয়েছে। এরপর তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ পৌঁছোয়।
এই ঘটনা প্রসঙ্গে কৌশিকবাবু আরো জানান যে দুষ্কৃতিরা বেশ কিছু মোবাইল কভার , মোবাইল গ্লাস এবং মেরামতি করা ফোন নিয়ে গেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।