প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে লাউদোহায় পদযাত্রা
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১৮ জুলাইঃ
সোমবার প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে পদযাত্রা হল লাউদোহা ব্লকের গোগলা অঞ্চলে। স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে এদিন পদযাত্রাটি হয়। পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্য ও পঞ্চায়েত কর্মীদের পাশাপাশি এই পদযাত্রায় পা মেলান স্থানীয় স্কুলের পড়ুয়ারা।
উল্লেখ্য চলতি মাসের এক তারিখ থেকে দেশে নিষিদ্ধ হয়েছে ৭৫ মাইক্রনের ক্যারিব্যাগ সহ সমস্ত প্লাস্টিক সামগ্রী। নির্দেশ অমান্য করে নিষিদ্ধ প্লাস্টিক দ্রব্য ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেছে সরকার। কিন্তু তা সত্বেও এখনো প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়নি বলে অভিযোগ। তাই এলাকার ব্যবসায়ী, ক্রেতা সহ সাধারণ মানুষকে সরকারের আইন সম্পর্কে সচেতন করতেই এদিনের পদযাত্রা বলে জানানো হয় পঞ্চায়েতের তরফ থেকে।