দুর্গাপুরে বেসরকারী কারখানায় লক্ষাধিক টাকার যন্ত্রাংশ চুরি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪ জুলাইঃ
দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার পাইপ তৈরীর কারখানায় অত্যাধুনিক পাইপ তৈরির নতুন যন্ত্রাংশ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রায় ১০লক্ষ টাকার অত্যাধুনিক বিদেশী যন্ত্র চুরির অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। শনিবার রাতে টিনের বাউন্ডারি কেটে কারখানার ভেতরে ঢুকে ২৯টি মেশিন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রবিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারখানা চত্বরে। খবর দেওয়া হয় দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশকে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে এই অত্যাধুনিক যন্ত্র গুলি অত্যাধুনিক মানের পাইপ তৈরীর জন্য আনা হয়েছিল। উৎপাদন শুরুর আগেই চুরি যায় বলে অভিযোগ। এর আগেও একাধিকবার এই কারখানা থেকে একাধিক যন্ত্রাংশ চুরি গিয়েছে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে।