“আমি দুরের লোক বলে ফিরিয়ে দেবেন না” দুর্গাপুরে আবেগতাড়িত নব্য মন্ত্রী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬ আগস্টঃ
মন্ত্রীর হয়ে দুর্গাপুরে এসে আবেগতাড়িত হয়ে মন্ত্রীর প্রার্থনা আমি দূরের লোক হলেও,ফিরিয়ে দেবেন না।
দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার সদ্য নবনির্বাচিত হয়েছেন মন্ত্রিসভায়। শপথগ্রহণ অনুষ্ঠানের পর পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রদীপবাবু। তারপর প্রথমবার আজ শনিবার দুর্গাপুরে এলেন গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। দুর্গাপুর মহকুমা বহু বছর পর মন্ত্রী পাওয়ায় খুশি। তার জেরেই রাজবাধ টোলপ্লাজা, ডিভিসি মোড়ে ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেবব্রত সাঁই উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায়, মেয়র পারিষদ সদস্য -সদস্যা ও কাউন্সিলর এর উপস্থিতিতে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা নিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন প্রদীপবাবু।
এছাড়াও মন্ত্রী প্রদীপ মজুমদারের বয়স ৭৫ বছর হওয়ায় ৭৫ টি গোলাপ দিয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
অপরদিকে, এদিন পাঁচ মাথা মোড়ে মতুয়া সম্প্রদায়ের তরফ থেকে সম্বর্ধনা মন্ত্রীকে। তারপরে মন্ত্রীকে ঘোড়া গাড়ি চাপিয়ে ইস্পাত নগরীর বেশ কিছু জায়গা পরিক্রমা করানো হয়। পাশাপাশি ইস্পাত নগরী বেশ কিছু জায়গা পরিক্রমা করানো হয়, মন্ত্রী প্রথম দিন দুর্গাপুর আশায় মতুয়া মহা সংঘের পক্ষ থেকে আতসবাজী প্রদর্শনীয় হয়।