কাঁকসায় বায়ুসেনার বিজ্ঞপ্তি ঘিরে করোনা আতঙ্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৩মেঃ
কাঁকসা ব্লকের মনোজপল্লী এলাকায় একটি বাড়িতে পানাগড় সেনাছাউনি থেকে হোম কোয়ারেন্টাইনের একটি বিজ্ঞপ্তি লাগানোকে কেন্দ্র করে করোনা নিয়ে আতঙ্কও ছড়ালো এলাকাবাসীদের মধ্যে। তারপর থেকেই চরম উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। তা নিয়ে আজ কাঁকসার ব্লক আধিকারিকের দ্বারস্থ হন ওই এলাকার বাসিন্দারা।
মনোজপল্লীর ওই বাড়ির মালিক প্রফুল্ল সরকার জানান যে, তাঁর বাড়িতে দুজন বায়ুসেনা কর্মী ভাড়া থাকেন। তার মধ্যে একজন উত্তর ২৪ পরগণার বারাসাতের হৃদয়পুরের বাসিন্দা, যিনি গত ৯ মে সর্দি কাশি নিয়ে মনোজপল্লীর এই ভাড়া বাড়িতে ফিরে আসেন। পরেরদিন ভোরে তিনি ডিউটি যান কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। এরপর আজ পানাগড় সেনাছাউনি থেকে হোম কোয়ারেন্টাইনের একটি বিজ্ঞপ্তি তাঁর বাড়িতে লাগিয়ে দিয়ে যায়। সাথে তিনি জানান যে, যারা ওই বিজ্ঞপ্তি লাগাতে আসেন তাদের জিজ্ঞেস করলে তাঁরা বলেন যে, ওই বায়ুসেনাকর্মী গুরুতর অসুস্থ আর হাসপাতালে ভর্তি রয়েছে। এরপরেই বিষয়টি পুরো এলাকায় আগুনের মতো ছড়িয়ে পরে। এলাকাবাসীদের মধ্যে ছড়িয়ে পরে করোনার আতঙ্ক। তাঁরা কাঁকসা ব্লক আধিকারিকের দ্বারস্থ হয়। পুরো এলাকা জীবানুমুক্ত করার আবেদন জানানো হয়। সাথে তাঁরা প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান যাতে এলাকার মানুষজন সুস্থ থাকতে পারেন। এরপর তাঁরা নিজেরাই উদ্যোগ নিয়ে এলাকা বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেয় যাতে কেউ ওই এলাকায় বাইরে থেকে আর প্রবেশ করতে না পারে।
যদিও এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে কোনো খবর নেই বলে জানা গেছে। তাঁরা বিষয়টি নিয়ে খোঁজ খবর করছেন। পাশাপাশি পুলিশ সুত্রে জানা গেছে, আগামীকাল ওই এলাকা জীবানুমুক্ত করা হবে। তবে প্রশ্ন উঠছে স্থানীয় প্রশাসনকে না জানিয়ে কি করে বায়ুসেনা ছাউনি থেকে এভাবে একটি বিজ্ঞপ্তি লাগিয়ে দিয়ে যেতে পারে?