নবান্ন অভিযানে যেতে গিয়ে দুর্গাপুর ও পানাগড় স্টেশনে আটক ১৩ বিজেপি কর্মী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩ সেপ্টেম্বরঃ
নবান্ন অভিযানে যাওয়ার পথে দুর্গাপুর স্টেশন থেকে আটক হলো ৯ জন বিজেপি কর্মীকে।
কর্মীদের অভিযোগ তাদের অনৈতিকভাবে আটক করা হচ্ছে।
“চোর ধরো জেল ভরো” স্লোগান তুলে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি।
নবান্ন অভিযানের আগেই ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। যার কারনে মঙ্গলবার সকাল থেকেই সমস্ত রাস্তায় ও স্টেশনের বাইরে মোতায়েন ছিলো পুলিশ।
সকাল থেকেই লুকিয়ে নবান্নের উদ্যেশ্যে রওনা দেন বিজেপি কর্মীরা।
এদিন নবান্ন যাওয়ার পথেই দুর্গাপুর স্টেশনে শুরু হয় বিজেপি কর্মীদের ধরপাকড়।
এদিন দুর্গাপুর স্টেশনে ট্রেনে ওঠার আগেই আটক করা হয় নয়জনকে। প্রতিটি ট্রেন স্টেশনে ঢোকার পরেই বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের আটক করছে পুলিশ এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের।
অপরদিকে,
মঙ্গলবার সকাল থেকে পানাগর স্টেশন এর বিভিন্ন প্রান্তে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রীতিমতো আতঙ্কের মধ্যে লুকিয়ে তাদের কর্মীদের কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিতে হচ্ছে এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের।
নবান্ন অভিযানকে সফল করতে বিভিন্ন এলাকা থেকে বিজেপির কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয়। সেইমতো পানাগড় স্টেশন থেকেও কাঁকসা ব্লকের বহু বিজেপি কর্মী সমর্থকদের কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিতে দেখা যায়। প্রশাসনিক নির্দেশিকা অমান্য করার অভিযোগে ৪ জনকে আটকও করে কাঁকসা থানার পুলিশ।
যদিও সকাল থেকে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই পানাগড়ের বিভিন্ন মোড়ে মোতায়েন ছিল কাঁকসা থানার পুলিশ।
এদিন পানাগড় স্টেশনে মোতায়ন ছিল পুলিশ কর্মীরা, ছিলেন কাঁকসার এসিপি।