দুর্গাপুরে অপহরণের চেষ্টার পেছনে কি প্রণয়ঘটিত কারন?
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০ সেপ্টেম্বরঃ
দুর্গাপুরে তথ্যপ্রযুক্তির এক মহিলা কর্মীকে অপহরণের ছক বানচাল হয়ে গেল পুলিশের তৎপরতায়। পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মায়াবাজারের বাসিন্দা ওই মহিলা কর্মী সোমবার রাতে অফিস ছুটির পর বাড়ি ফিরছিলেন সেই সময় একটি চারচাকা গাড়িতে জনা কয়েক যুবক পলাশডিহা থেকে জোর করে ওই মহিলাকে গাড়িতে তুলে নিয়ে আসানসোলের দিকে পালানোর চেষ্টা করে। এদিকে খবর যায় দুর্গাপুর থানায়। শহরজুড়ে সাথে সাথে নাকাচেকিং শুরু হয়। অবস্থা বেগতিক বুঝে ভিড়িঙ্গী মোড়ের কাছে ওই মহিলা কর্মীকে গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা বলে পুলিশ সুত্রে খবর। উদ্ধার হয় ওই মহিলাকর্মী। ফরিদপুর ফাঁড়ির পুলিশ একজনকে গ্রেফতারও করেছে বলে জানা গিয়েছে। ধৃতকে জেরা করে বাকিদের হদিশ পেতে চাইছে পুলিশ।
সুত্রের খবর এই অপহরণের পেছনে প্রণয়ঘটিত কোনো কারন রয়েছে বলে জানা গিয়েছে।