দুর্গাপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গরহাজির বিশ্বনাথ পারিয়াল! বিতর্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬ অক্টোবরঃ
দুর্গাপুরের ২নং ব্লকের পর আজ ৩নং ব্লকের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যথারীতি গরহাজির তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল, যা নিয়ে শিল্পাঞ্চলে চলছে জোরদার কানাঘুষো। যদিও বিষয়টিকে সামলানোর চেষ্টা করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত তারকা বিধায়ক সোহম। তিনি বলেন, যদি কোনো মান অভিমান হয়ে থাকে তাহলে তা নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নিন।
সুত্রের খবর, ৩নং ব্লকের এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলর থেকে শুরু করে সকল নেতানেত্রী এমনকি কর্মী সমর্থকদের আমন্ত্রণ জানানো হলেও দুর্গাপুরের লড়াকু শ্রমিক নেতা বিশ্বনাথ পারিয়ালকে কোনো রকম আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। অথচ এই ৩নং ব্লকেরই বাসিন্দা বিশ্বনাথবাবু। আর এই বিষয়টিকে ঘিরে বেশ বিতর্ক তৈরী হয়েছে শিল্পাঞ্চলে।
যদিও ব্যাপারটি নিয়ে বিধায়ক সোহম বলেন যে, দেখুন এক পক্ষ পদ পান আর একপক্ষ পদ পান না। তার জন্য মান অভিমান না করে দলের জন্য কাজ করুন। আমরা দিদির সৈনিক, তাই দিদির পাশে থেকে দিদিকে তাঁর কাজে সাহায্য করাটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত”।
যদিও গতকাল সৃজনী প্রেক্ষাগৃহে ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, বিশ্বনাথ পারিয়ালের অনুপস্থিতি নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করে বলেন, অনেক সময় লেগেছে একজন বিশ্বনাথ পারিয়াল তৈরী হয়। তাঁর এই অনুপস্থিতি ভবিষ্যতে দলের অনেক ক্ষতি করবে”৷ তাঁর এই বক্তব্যে সেই মুহূর্তে প্রেক্ষাগৃহে উপস্থিত সমর্থকদের একাংশ যেভাবে উল্লাশ প্রকাশ করে করতালি দেয় তাতে এটা বুঝতে এতটুকু অসুবিধা হয়নি যে কোনো পদ না পাওয়া শ্রমিক নেতা বিশ্বনাথ পারিয়ালের জনপ্রিয়তায় এখনো ঘাটতি পরেনি। তবে বিশ্বনাথ পারিয়ালকে নিয়ে বৈষম্যমূলক পদক্ষেপের বিষয়টিকে উজ্জ্বলবাবু তুলে ধরায় দল বেশ অস্বস্তিতে পড়েছে বলে মনে করছেন শিল্পাঞ্চলের রাজনীতিবিদদের একাংশ।