টেট পরীক্ষার্থীদের উপর পুলিশী অত্যাচারের বিরুদ্ধে দুর্গাপুরে অবরোধ বামেদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১ অক্টোবরঃ
কলকাতায় আন্দোলনকারী টেট প্রার্থীদের কেন পুলিশ অত্যাচার করলো অভিযোগ তুলে শুক্রবার প্রতিবাদে নামল সিপিএমের কর্মী সর্মথকেরা। মুচিপাড়া- দুর্গাপুর ব্যারেজ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলো সিপিআইএম কর্মী সমর্থকরা। রাস্তার উপর দাঁড়িয়ে গিয়ে প্রতিবাদ কর্মসূচীতে সামিল হন সিপিআইএম সহ বামপন্থী সংগঠনগুলির সদস্যরা।দুর্গাপুর স্টেশন থেকে বামেদের প্রতিবাদ মিছিল এসে বাঁকুড়া মোড়ে আসে, সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয় আন্দোলনকারীরা। রাজ্য সড়কের ওপর অবরোধ তুলতে এলে কোকওভেন থানার পুলিশকে বাধা দেয় আন্দোলনকারীরা। রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন বামেরা। একটা সময় পুলিশ কর্মীদের সাথে বচসায় জড়িয়ে যায় বাম কর্মী সমর্থকরা, ধস্তাধষ্টিও হয় পুলিশ কর্মীদের সাথে আন্দোলনকারীদের। প্রায় আধ ঘন্টা পর অবরোধ মুক্ত হয় রাজ্য সড়ক। ব্যাপক যানজট তৈরী হয়েছিল অবরোধ জেরে।