“নিখোঁজ বিহারীবাবু”- বিজেপির খোঁচাকে পাত্তা দিলেন না সাংসদ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৯ অক্টোবরঃ
আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা নিজেকে বিহারী বাবু বলে দাবি করেন, অথচ ছট উৎসবের সময়ে বিহারীবাবুকে দেখা যাচ্ছে না। সাংসদ নিখোঁজ হয়ে গেছেন বলে কয়েক দিন ধরে টানা অভিযোগ করা হচ্ছে বিজেপি দলের পক্ষ থেকে। শুক্রবার আসানসোলে সাংসদের ছবি সহ নিখোঁজ লেখা বেশ কিছু পোস্টারও দেখা যায় বিভিন্ন জায়গায়, যা নিয়ে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। এই আবহেই শনিবার বিকেলে দিল্লি থেকে নিজের লোকসভা কেন্দ্রে ফেরেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। এদিন বিকেলে তিনি দিল্লি থেকে নিজের কেন্দ্রে আসেন। বিকেল চারটে পাঁচে অন্ডাল বিমানবন্দরের নামেন শত্রুঘ্ন সিনহা। সেখান থেকে সড়কপথে পৌঁছান খান্দরা পঞ্চায়েতের সিদুলির বড় বাঁধ পুকুর ঘাটে। এই পুকুর ঘাটে হয় ছট পুজো। ঘাট পরিদর্শন করেন সাংসদ। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা। সাংসদকে দেখতে সেখানে জড়ো হয় স্থানীয় বাসিন্দারাও। শত্রুঘ্ন সিনহা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন আগামী দু’দিন ছট উৎসব, আপনারা সবাই ভালোভাবে উৎসব পালন করুন, আনন্দ করুন। তিনি আরো বলেন আগামী বেশ কয়েকদিন এলাকাতেই থাকবো। আগামীকাল ও পরশু ছট দেখতে এলাকার বিভিন্ন ঘাটে যাব। আপনাদের সাথে আবার দেখা হবে। এই সময়ই বিজেপির নিখোঁজ অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ বলেন এইরকম ফালতু অভিযোগের কোন জবাব হয় না। আমি জবাব দিতেও চাই না,একথা বলেই তিনি গাড়িতে চড়ে এলাকা ছাড়েন।