শিশুদের আধার কার্ডের জন্য শিবিরের আয়োজন
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১ নভেম্বরঃ
শিশুদের আধার কার্ড করার জন্য শিবির আয়োজিত হল জেলা প্রশাসনের উদ্যোগে। মঙ্গলবার খান্দরা পঞ্চায়েতের সিদুলি কোলিয়ারি সংলগ্ন রিক্রেশন ক্লাব চত্বরে শিবির-টি হয় । শিবিরে উপস্থিত আধিকারিকেরা জানান ৬ মাস থেকে ছ’বছর বয়সী শিশুদের আধার কার্ডের জন্য এই শিবির । এদিন সকাল থেকেই অভিভাবকেরা শিশুদের সাথে নিয়ে শিবিরে উপস্থিত হন । বেলা ১১-টা নাগাদ শিবিরটি শুরু হয়, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত বলে সূত্রের খবর । স্থানীয় আইসিডিএস শিক্ষিকা রিতা বাউড়ি জানান স্কুলে ভর্তি, রেশন সহ সবকিছুতেই এখন আধার কার্ড বাধ্যতামূলক । অনেক শিশুরই আধার কার্ড না থাকাই তারা এ সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে । তাই আইসিডিএস এর পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে এলাকায় এই ধরনের শিবির করার অনুরোধ জানানো হয়েছিল । শিবিরে সকলে উপকৃত হবেন বলে জানান রিতা দেবী।