লকডাউন উঠতেই শিকেয় স্বাস্থ্যবিধি, উখরায় চিকিৎসকের চেম্বারে অরাজকতা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩জুনঃ
করোনা সংক্রমণ এড়াতে লকডাউন চলাকালীন এতদিন বেশিরভাগই চিকিৎসকদের নিজস্ব চেম্বার গুলি বন্ধ ছিল। নিয়ম শিথিল হতে ধীরে ধীরে খুলতে শুরু করেছে চেম্বার গুলি। বেশ কিছু চেম্বারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে উঠেছে অভিযোগ।
আজ বুধবার সকালে উখরা স্কুল মোড়ে একটি চেম্বারে দেখা গেল সেই চিত্র। সকাল থেকেই সেখানে ছিল রোগী ও রোগীর পরিজনদের ভিড়। সেখানে সামাজিক দূরত্ব বিধি যেমন ছিল না তেমনি অনেকের মুখেই ছিল না মাস্ক, যা দেখে সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয় বাসিন্দাদের মধ্যে। তারাই উখরা পুলিশ আউটপোস্ট খবর দিলে সেখানে পুলিশ আসে। পুলিশ ভিড় সরিয়ে দেয়। সেইসঙ্গে চেম্বারের মালিককে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন।
চেম্বারে মালিক সুবীর চট্টরাজ বলেন স্বাস্থ্যবিধি মেনেই চেম্বার খোলা হয়েছে। তবে অনেকে সেই নিয়ম মানছে না বলেও স্বীকার করেন তিনি। তবে পুলিশের কাছে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেন।