সারদাকান্ডে দিদি-মোদির সমঝোতা হয়েছে-দুর্গাপুরে বিকাশরঞ্জন ভট্টাচার্য
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭ নভেম্বরঃ
সারদা কাণ্ডের মামলায় দিদি মোদীর সাথে সমঝোতা করেছেন। মামলাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। রবিবার দুর্গাপুরে এসে এমনই মন্তব্য করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
এদিন আইনশৃঙ্খলা, গনতন্ত্র পুনঃপ্রতিষ্টিত করতে হবে,লুঠেরাদের হাত থেকে দুর্গাপুরকে রক্ষা করো সহ বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে কোকওভেন থানার অন্তর্গত গ্যামনব্রীজ মোড়ে সিপিএম একটি সভার আয়োজন করে। উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, জেলা সম্পাদক মন্ডলী সদস্য পঙ্কজ রায় সরকার সহ কর্মী সমর্থকেরা।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, সারদা কাণ্ডের মামলায় দিদি মোদীর সাথে সমঝোতা করেছেন। মামলাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এসএসসি মামলার ক্ষেত্রে তিনি করতে পারতেন সফল হয়নি যেহেতু প্রচারপতিরা দৈনন্দিন নজরদারি করছেন। সেই জন্য এতো রাগ এই বিচারপতির বিরুদ্ধে। এই তদন্ত ঠিক ভাবে এগোলে সত্যটা বেড়িয়ে আসবে। সেই জন্য শুভেন্দুর হাতে পা’য়ে ধরছে। যাতে তদন্তটা আটকানো যায়। তদন্তের মুখ ঘুরিয়ে দেওয়া যায়।