রাজনৈতিক সভা নয়, শত্রুঘ্ন সিনহার নাটক হতে চলেছে দুর্গাপুরে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২ ডিসেম্বরঃ
এতদিন আসানসোল তথা পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দারা শত্রুঘ্ন সিনহাকে রূপোলী পর্দায় অভিনয় করতে দেখেছেন। এরপর রূপোলী পর্দার বাইরে একজন রাজনৈতিক ব্যাক্তিত্ব তথা সাংসদকে দেখেছেন মঞ্চে মোটা মোটা ভারী ভারী রাজনৈতিক বক্তব্য রাখতে। সেই বক্তব্যের মাঝে দু একটা তাঁরই হিট সিনেমার হিট ডায়লগ দিতে। কিন্তু এবার শুধু দু একটা ডায়লগ নয় অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহাকে কয়েক ঘন্টা ধরে মঞ্চে অভিনয় করতে দেখা যাবে। আগামী ৪ঠা ডিসেম্বর দুর্গাপুরের সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হতে চলেছে বলিউডের বিহারী বাবু শত্রুঘ্ন সিনহার একটি হিন্দি কৌতুক নাটক। “পতি পত্নী অউর ম্যায়” নামে জনপ্রিয় এই নাটকটির লেখক মনোহর কাটদারে আর পরিচালনায় রয়েছেন রমেশ তলওয়ার। শত্রুঘ্ন সিনহার পাশাপাশি এই নাটকে অভিনয় করবেন রাকেশ বেদী, ডিম্পল ডান্ডা ও সঞ্জয় গোরাদিয়া।
উল্লেখ্য, প্রসঙ্গত ইতি পূর্বে এই নাটকটি গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে সাফল্যের সাথে প্রায় দেড় শতাধিকবার মঞ্চস্থ হয়েছে এবং রীতিমতো জনপ্রিয়তা অর্জন করেছে। একই সাথে এই নাটক উচ্চ প্রশংসিত হয়েছে সাধারণ মানুষ থেকে গুণীজনদের কাছে। অভিনেতা সাংসদ জানিয়েছেন, তাঁর এই নাটক দেখে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী, মনমোহন সিং, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের মতো গুণীজনেরা প্রশংসা করেছেন।