হকারদের উপর আর.পি.এফের অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ আসানসোলে
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১২ ডিসেম্বরঃ
স্টেশনে ও ট্রেনে হকারদের উপর আরপিএফ অত্যাচার চালাচ্ছে, এই অভিযোগ তুলে আসানসোলের ডিআরএম অফিসে বিক্ষোভ দেখালো তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সোমবার আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়েছে।আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়ার অভিযোগ স্টেশনে ও ট্রেনে হকারদের উপর আরপিএফ অত্যাচার চালাচ্ছে। হকারদের ধরপাকড় করে জরিমানা করছে। এদিন তারই বিরুদ্ধে এই বিক্ষোভ দেখানো হয়েছে।তাদের দাবি হকারদের ব্যবসা করতে দিতে হবে। তা নাহলে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন আইএনটিটিইউসি নেতৃত্বরা।