আসানসোলে পদপিষ্টের ঘটনার প্রতিবাদে তৃণমূলের মিছিল
আমার কথা, পশ্চিম বর্ধমান(উখড়া), ১৭ ডিসেম্বরঃ
উখরা-তে তৃণমূলের প্রতিবাদ সভা ।
সংবাদদাতা, অন্ডাল : কয়েকদিন আগে আসানসোল রেল পাড়ে বিজেপির কম্বল দান অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের । আহত হন অনেকে । মর্মান্তিক এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । দলের পক্ষ থেকে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়েছে । সেইমতো শনিবার বিকেলে উখরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয় । সভাটি হয় উখরা স্কুল মোড়ে । উপস্থিত ছিলেন দলের নেতা তথা উখরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু মুখোপাধ্যায়, রিতা ঘোষ, বুম্বা ব্যানার্জি,যুব নেতা নয়ন মুখোপাধ্যায় সহ অন্যরা । রাজু মুখোপাধ্যায় জানান সেদিন বিজেপি সভা করেছিল পুলিশের অনুমতি ছাড়াই । বিরোধী দলনেতার উপস্থিতিতে সেদিন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে । ঘটনার সময় বিজেপির নেতারা এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন । নিহত ও আহতদের পরিবারের পাশে তৃণমূল আছে বলে জানান তিনি ।