কম্বল বিতরন কান্ডে ফের জিজ্ঞাসাবাদ জিতেন্দ্র জায়াকে
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ২৬ ডিসেম্বরঃ
আসানসোলের কম্বল বিতরন কান্ডে জিজ্ঞাসাদাবাদের জন্য সোমবার সকাল ১১ টা নাগাদ ফের পুরমাতা তথা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারির আবাসনে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ৭ সদস্যের প্রতিনিধি দল আজকে ১১ টা নাগাদ আসানসোলে জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী চৈতালির আবাসনে পৌঁছায়। ১৪ ই ডিসেম্বর কম্বল বিতরণ কাণ্ডে তিনজনের মৃত্যুর ঘটনার পর উদ্যোক্তা চৈতালী তিওয়ারিকে প্রথম ২৪ তারিখ জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর দ্বিতীয়বার ২৬ তারিখ সকাল ১১ টা নাগাদ পুনরায় পুলিশের ৭ সদস্যের প্রতিনিধি দল চৈতালি তিওয়ারির আবাসনে পৌঁছান। এদিন পুলিশ আধিকারিকদের সাথে ভিডিও ফটোগ্রাফার ছিল বলেও লক্ষ্য করা গেছে।