আদানি গোষ্ঠীর কারচুপিতে শেয়ার বাজারে ধস, প্রতিবাদ দুর্গাপুরে
আমার কথা, দুর্গাপুর, ৩১ জানুয়ারীঃ
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এলআইসিআই থেকে ঋণ নেওয়া শিল্পপতি আদানি গোষ্ঠীর শেয়ার বাজারে কারচুপির কারনে কারনে শেয়ার বাজারে ধস, আর তাতেই উদ্বেগ বাড়িয়েছে আমানতকারী গ্রাহকদের। আর সেই উদ্বেগকে সামনে রেখে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে। দুর্গাপুরের বিধাননগরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে মঙ্গলবার একটি পথসভার ডাক দেওয়া হয় সিপিআইএম এর তরফে।
পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএম জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন আদানী গোষ্ঠীর কারনে ভারতীয় অর্থনীতিতে যে বিপর্যয় নেমেছে। ৪০ শতাংশ ঋণ এসবিআই থেকে আর ১৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল এলআইসিআই থেকে আর সেটি নরেন্দ্র মোদির নির্দেশেই। এখন এই ঋণের বোঝা যেন সাধারন মানুষের উপরে না চাপে।