আবাস যোজনা নিয়ে সরব সিপিএম, বিক্ষোভ বহুলা পঞ্চায়েতে
আমার কথা, অন্ডাল, ৭ ফেব্রুয়ারীঃ
আবাস যোজনায় যোগ্যদের নাম নথিভুক্ত করা সহ একাধিক দাবিতে মঙ্গলবার পাণ্ডবেশ্বর ব্লকের বহুলা গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালো সিপিআইএমের অজয় দামোদর সাউথ এরিয়া কমিটি । পরে পঞ্চায়েত প্রধানের হাতে দলের পক্ষ থেকে দাবি পত্র দেওয়া হয় । বিক্ষোভকারীদের পক্ষে সিপিআইএম নেতা প্রবীর মন্ডল এর অভিযোগ এই পঞ্চায়েত এলাকায় নিজেদের পাকা বাড়ির থাকা সত্ত্বেও অনেকের নাম আবাস যোজনায় রয়েছে । সমীক্ষা করেও তাদের নাম বাদ দেওয়া হয়নি । অন্যদিকে বাড়ি নেই অথবা কাঁচা বাড়িতে থাকেন এরকম অনেকের নাম ওঠেনি তালিকায় । অবিলম্বে অযোগ্যদের তালিকা থেকে নাম বাদ দেওয়া ও যোগ্যদের নাম তালিকায় নথিভুক্ত করার দাবিতেই এদিনের বিক্ষোভ বলে জানান প্রবীর বাবু । এছাড়াও অবলম্বে ১০০ দিনের প্রকল্পের কাজের টাকা মিটিয়ে দিয়ে ফের কাজ চালু করা । বার্ধক্য ও বিধবা ভাতার জন্য যারা আবেদন জানিয়েছেন সমীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ করা । স্থানীয় রাস্তাঘাটের উন্নয়ন, জলের সমস্যা মেটানোর দাবি ও জানানো হয়েছে এ দিন। বিক্ষোভ শেষে লিখিত আকারে দাবি গুলি দেওয়া হয় প্রধান বীরবাহাদুর সিংহের হাতে । বীরবাহাদুর সিং পাল্টা বলেন রাজ্যে সিপিএম প্রাসঙ্গিকতা হারিয়েছে । তাই পঞ্চায়েত ভোটের আগে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতেই নাটক করছে । ৩৫ বছর বাম জমানাই সিপিএম সরকার কোন উন্নয়নমূলক কাজ করেনি । যদি তারা সত্যি ই ভালো কাজ করতো, তাহলে নিশ্চয়ই আজ উন্নয়নের জন্য তাদের আন্দোলন করতে হতো না ।