দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ের নির্মিয়মান পাঁচিল ভাঙল দুষ্কৃতিরা
আমার কথা, দুর্গাপুর, ১৮ ফেব্রুয়ারীঃ
রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ের নির্মিয়মান পাঁচিল ভেঙে দিলো কেউ বা কারা আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের ২১ নম্বর ওয়ার্ডে।
ওই এলাকায় ক্ষুদিরাম মাঠ সংলগ্ন জায়গায় বিজেপির একটি দলীয় কার্যালয় ছিল যা ২০২১ এর বিধানসভা নির্বাচনের ২রা মে, এর পর একদল দুষ্কৃতি সেটি ভেঙ্গে দেয় আর এর পেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। চলতি মাসে সেই কার্যালয়টি পুনরায় নির্মানের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে গতকাল রাতে একদল দুষ্কৃতি ওই দলীয় কার্যালয়ের নির্মিয়মান পাঁচিল ভেঙ্গে দিয়ে যায়। এই ঘটনার পেছনেও তৃণমূল কংরেসেরই হাত রয়েছে বলে দাবি বিজেপির। উল্লেখ্য নির্মিয়মান দলীয় কার্যালয়টির পাশেই রয়েছে একটি ডেকোরেটর্সের দোকান আর সেই দোকানে লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। কিন্তু সকালে দেখা যায় সেই ক্যামেরার মুখ ঘুরিয়ে রাখা আছে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয় আসেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।