বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসানসোলে নির্বাচিত হলেন ১০ বোরো চেয়ারম্যান
আমার কথা, আসানসোল, ২৭ ফেব্রুয়ারী:
আসানসোল পৌরনিগমের বোরো চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হল। সোমবার আসানসোল পৌরনিগমের সভাকক্ষে হলে ১০ জন বোরো চেয়ারম্যান নির্বাচন হল। যদিও বিরোধীদের তরফে এই বোরো চেয়ারম্যান নির্বাচনে তারা কোনো প্রস্তাবিত প্রার্থী দেয়নি। তাই সর্ব সম্মত ভাবে শাসক দলের ১০ জন বোরো চেয়ারম্যান নির্বাচিত হলেন। এদিন নব নির্বাচিত বোরো চেয়ারম্যানদের মালা পরিয়ে এবং মিষ্টিমুখ করানো হয়েছে। দল যা দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সাথে পালন করবেন বলে জানিয়েছেন নব নির্বাচিত বোরো চেয়ারম্যানরা। যদিও এদিন ২ নম্বর বোরো চেয়ারম্যান নির্বাচনের সময় শাসকদের ৪ জন কাউন্সিলর ভোট বয়কট করে বেরিয়ে যায়। তাদের দাবি রানীগঞ্জের মানুষের স্বার্থে তারা ভোট বয়কট করেছেন। যদিও শেষ পর্যন্ত সাতজন কাউন্সিলরের সমর্থনে ২ নম্বর বোরো চেয়ারম্যান হন মোজামিল হোসেন।