শিল্পাঞ্চল দুর্গাপুরে চালু হয়ে গেল মিনিবাস পরিষেবা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৯জুনঃ
ছয় দফা লকডাউনের পর এখন শুরু হয়েছে আনলক ১। টানা তিনমাস লকডাউনের জেরে পরিষেবা বন্ধ থাকার পর আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে চালু হল শিল্পাঞ্চল দুর্গাপুরে চালু হল মিনিবাস পরিষেবা। সমস্ত সরকারী স্বাস্থ্যবিধি মেনেই এই পরিষেবা চালানো হবে বলে জানানো হয় মিনিবাস মালিক সংগঠনের পক্ষ থেকে।
মালক সংগঠনের পক্ষ থেকে কাজল দে জানান যে, আজ কিছু রুটের মিনিবাস চালু হলে আগামীকাল থেকে সমস্ত রুটের মিনিবাস পরিশেবা চালু হয়ে যাবে। তবে পাশাপাশি কাজলবাবু এও জানান যে, সমস্ত রকম সরকারী বিধি নিষেধ মেনেই মিনিবাস চলাচল করবে। যেমন বাস চাপতে গেলে যাত্রীদের অবশ্যই মাস্ক পড়তে হবে। বাসে চালক, কন্ডাক্টার সকলকেই বাস সংগঠনের পক্ষ থেকে মাস্ক, গ্লাভস, টুপি কিনে দেওয়া হয়েছে। সাথে বাসগুলিও সম্পূর্ণ জীবানুমুক্ত করা হয়েছে। কাজলবাবু আরো জানান যে, কোনো স্ট্যান্ডিং প্যাসেঞ্জার নেওয়া হবে না, আপাতত বাসের ভাড়াও বাড়ানো হচ্ছে না।