সৌমিত্র খাঁয়ের আইসিকে “তুই তোকারি”, সমর্থন বিজেপির রাজ্য সভাপতির
আমার কথা, দুর্গাপুর, ১১ এপ্রিলঃ
তৃণমূল কংগ্রেস জাতীয় দল হিসেবে সেজে ছিল। তৃণমূল জাতীয় দল হতে পারে না। তাহলে সোনার পাথর বাটি কিংবা কাঠালের আমসত্ত্ব হয়ে যাবে। এগুলো যেমন কখনো হতে পারে না তেমনই তৃণমূলও কখনো জাতীয় দল হতে পারে না। এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গতঃ নাম সর্বভারতী তৃণমূল কংগ্রেস হলেও জাতীয় দল হিসেবে আর পরিগণিত হবে না এমনতাই জানিয়ে দেওয়া হল নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
উল্লেখ্য আজ দুর্গাপুর নগর নিগম অভিযানে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুর্গাপুর নগর নিগমের সামনে বিজেপি কর্মীদের সাথে নিয়ে ধর্ণাতেও বসেন তিনি। সাথে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।
আজ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বাঁকুড়ার সোনামুখীতে একটি বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে সেখান থেকে সোনামুখী থানার আইসিকে আক্রমণ করেন। অশালীন ভাষায় তাঁকে নিয়ে মন্তব্য করেন আর সৌমিত্র খাঁয়ের এই মন্তব্যকে কার্যতঃ সমর্থন জানিয়ে সুকান্ত মজুমদার বলেন আইসিদের আবার মানসম্মান আছে নাকি? তাঁরা তো দলদাস হয়ে গেছে। সাধারন মানুষ তুই তোকারি করে। সাংসদরা তো করতেই পারে। আইসিদের কোনো সম্মানই নেই মমতার রাজত্বে। আইসিদের অনেকেই স্বীকার করছেন তাঁরা মন থেকে চান না অথচ তাদের এমন এমন সব কাজ করতে হচ্ছে। প্রসঙ্গতঃ সৌমিত্র খাঁ সোনামুখী থানার আইসিকে আক্রমণ করে বলেন, আইসি শুনে রাখ তোর বাপও এখানে কিছু করতে পারবে না। এই গ্রাম বাংলার মা বোনেদের হুমকি দিবি? তোর ঘরে মা বোন নেই? তোরা নিজেদের ঘরের মা বোনেদের বিক্রি করিস বলে কি এখানের মা বোনেদের টাকা চুরি করবি?