বারাবনি নয় দুর্গাপুরেই রাত্রিবাস অভিষেকের, কিন্তু কোথায়?
আমার কথা, দুর্গাপুর, ১৩ এপ্রিলঃ
“বিরোধীরা অভিষেকের নব জোয়ার যাত্রার ফলে খড় কুটোর মত ভেসে যাবে”, দুর্গাপুরে জানালেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নবজোয়ার যাত্রা পশ্চিম বর্ধমানের রয়েছে আগামী ১৬ই মে। প্রথমে ঠিক ছিল বারাবনিতে রাত্রি বাস করবেন তিনি। কিন্তু কর্মসূচি ও যাত্রাপথের বদল হয়ে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে রাত্রি বাস করার সিদ্ধান্ত হয়েছে। সেই মতো আজ শনিবার মাঠ পরিদর্শন করেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি,। অন্যান্য তৃণমূল নেতৃত্ব সহ ছিল বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী। এদিন পুলিশ ,দুর্গাপুর নগর নিগম, জেলা প্রশাসন ,প্রত্যেকের সাথেই বৈঠক সাড়েন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পানাগড় থেকে তৃণমূল সংসদের যাত্রা শুরু হবে, লাউদোহায় রোড শো রয়েছে, জামুরিয়ায় লিট্টি চোখা কর্মসূচির পরেই দুর্গাপুরে ফিরে এসে চিত্রালয়ের মাঠে অধিবেশন শুরু হবে। ১৭ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরেই বিশ্রাম নেবেন বলে জানান তৃণমূল জেলা সভাপতি।