খনি অঞ্চলে বিজেপিকে নিয়ে অপপ্রচার করছে তৃণমূল, দাবি গেরুয়া শিবিরের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৩জুনঃ
চলতি মাসে কয়েকদিন আগে অন্ডাল মন্ডলের গোপাল গোস্বামী নামে এক বিজেপির বুথ সভাপতি ও তার সঙ্গে প্রায় ১৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করে, এমনটাই দাবি করছে তৃণমূল বলে অভিযোগ বিজেপির। আজ শনিবার একটি সাংবাদিক বৈঠক করা হয় উখরা-অন্ডাল মন্ডলের পক্ষ থেকে। সেই বৈঠকে বিজেপির অন্ডাল ব্লক সভাপতি জয়ন্ত মিশ্র জানান যে, গোপাল গোস্বামীর অন্ডাল বাজারে দোকান রয়েছে। সম্প্রতি বাজার সম্প্রসারণ হবার কারণে তার দোকানও ভাঙা পড়তে পারে, এই সংশয়েই হোক বা তৃণমূল তাকে ভয় দেখানোর কারণেই হোক সে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। কিন্তু তার সাথে আরও যে ১৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছে একথা একেবারেই মিথ্যা বলে দাবি করেন জয়ন্ত বাবু।
তৃণমূলে যোগদান করা মাত্রই গোপাল বাবুকে বিজেপি থেকে বহিস্কার করা হয়েছে বলেও জানান জয়ন্তবাবু। সাথে তিনি এও দাবি করেন যে, লকডাউন উঠে গেলেই পশ্চিম বর্ধমান জেলা থেকে বহু বড় বড় তৃণমূল নেতা ও তাদের সাথে হাজার খানেক তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করবে সে কথাবার্তা চলছে এবং আগামী একুশের ভোটে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে,সেটা ভেবেই বহু তৃণমূল নেতা কর্মী বিজেপিতে যোগদান করতে চলেছেন এমনটাই বললেন অন্ডাল ব্লকের বিজেপি সভাপতি জয়ন্ত মিশ্র। তবে জয়ন্ত বাবুর এদিনের সাংবাদিক সম্মেলনের বিষয়ে কোন রকম মন্তব্য পাওয়া যাইনি তৃণমূলের পক্ষ থেকে।