অভিষেকের জেলা সফরের পরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, ব্লক সভপতিকে মারধর
আমার কথা, জামুড়িয়া, ২০ মে:
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জেলা সফরের শেষেই জামুড়িয়াতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব এলো প্রকাশ্যে। ব্লক সভাপতি সুব্রত অধিকারীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদেরই বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর শুক্রবার সন্ধ্যায় ব্লক সভাপতি সুব্রত অধিকারী নিজের অফিসে বসে ছিলেন। সে সময় দলেরই অন্য কর্মীরা এসে তাকে মারধর করে বলে অভিযোগ করেন ব্লক সভাপতি সুব্রত অধিকারী। অপরদিকে মারধরের ঘটনার কথা স্বীকার করে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।