জমি দখল নিয়ে দুর্গাপুরের গান্ধীমোড়ে উত্তেজনা হামলা ভাঙচুর, জখম ২
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৪জুনঃ
একটি জমিকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে গেল দুর্গাপুরের গান্ধীমোড় এলাকায়। ওই এলাকায় একটি জমি যা দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনস্থ সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে ফরিদপুর এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে আর তা নিয়ে আজ রবিবার সকালে গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে। অশান্তির মাঝে পড়ে আহত হয় দুই যুবক বলে অভিযোগ। ঘটনার সামাল দিতে পৌঁছয় পুলিশবাহিনী।
২১নং ওয়ার্ডের পুরমাতা সুস্মিতা ভুঁই জানান যে, দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনস্থ ২১নং ওয়ার্ডের অন্তর্গত গান্ধীমোড় সংলগ্ন একটি জমি কয়েকদিন ধরেই দখল করে বিক্রি বা ভাড়া দেওয়ার ষড়যন্ত করছিল ৩৩নং ওয়ার্ডের কয়েকজন যুবক। আজ রবিবার সকালে ফের ওই জমিতে জেসিপি মেশিন লাগিয়ে কাজ শুরু করেছিল ওই যুবকেরা। এর প্রতিবাদ জানায় ২১নং ওয়ার্ডের কয়েকজন যুবক। সেই সময়ের জন্য জমির দখলদারেরা কাজ বন্ধ করে চলে যায়। অভিযোগ এরপর বেশ কয়েকজন মদ্যপ যুবকের দল রাঁচী কলোনীতে একটি মোবাইলের দোকানে হামলা চালায়। ভাঙ্গচুরও করে ওই দোকানে বলে অভিযোগ। সাথে মহিলাদের সাথে অভব্য আচরন করে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। এরই মাঝে ওই জমির অবৈধ কারবারীরা স্থানীয়দের লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে অভিযোগ। তাতে আহত হয় দুজন। ইটের ঘায়ে বিরসা কোরা নামে এক যুবকের মাথা ফেটে যায়। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অপর আহতকে গান্ধীমোড় সংলগ্ন বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।