বারাবনীতে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা
আমার কথা, আসানসোল, ১০ জুন:
আজ ফের সিপিএমের মনোনয়নপত্র জমাকে ঘিরে উত্তেজনা বারাবনি বিডিও অফিস চত্বরে। সিপিএমের অভিযোগ তারা মনোনয়ন জমা দিতে ও ডিসিআর কাটার জন্য বিডিও অফিস আসছিলেন। সেই সময়ই বিডিও অফিসের দপ্তরের সামনে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের পথ আটকে মারধর করে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কংগ্রেস। তারা উল্টো অভিযোগের আঙ্গুল তোলে সিপিএমের দিকে।
তৃণমূল নেতা মাধব তেওয়ারী বলেন সিপিএম উত্তেজনা তৈরী করার জন্য এইসব করছে। ঝান্ডা নিয়ে মোটা মোটা লাঠি নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে।