জামুড়িয়ায় বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমায় বাধার অভিযোগ
আমার কথা, জামুড়িয়া, ১২ জুন:
রাজ্যের পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ই জুলাই, আর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। জামুড়িয়া বিডিও অফিসে এইদিন সকাল থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়। প্রথমে সব ঠিকঠাক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মনোনয়ন পর্বকে ঘিরে অভিযোগ আসতে শুরু হয়। বিজেপির অভিযোগ তাদের প্রার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি ডিসিআর কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জি, তিনি সাংবাদিকদের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন, পরে পুলিশ তাকে জামুড়িয়া বিডি অফিস থেকে বের করে দেয় বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জিকে। তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় পুলিশ বলে অভিযোগ করেন বাপ্পা চ্যাটার্জী। অন্যদিকে বিরোধীদের অভিযোগকে ভিত্তিহীন বলেন দাবি করে তৃণমূল। শাসক দলের বক্তব্য সকাল থেকে সুষ্ঠ ভাবেই কাজ চলছে।